শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

পেকুয়ার যুবক টেকনাফের মেরিন ড্রাইভে নিহত

রূপান্তর ডেস্ক
আপডেট রবিবার, ২৯ জুন, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. পারভেজ মোশারফ (১৯) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে টেকনাফের বাহারছড়া ইউপির মেরিন ড্রাইভস্থ মাথাভাঙা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. পারভেজ মোশারফ (১৯) কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ষাইট পাড়ার আবুল ফয়েজের ছেলে। মোটরসাইকেল আরোহী আহত সায়েদুল ইসলাম (২১) চকরিয়ার পোকখালী এলাকার ফরহাদুল ইসলামের ছেলে। তাৎক্ষণিক সিএনজি চালক ও সিএনজি যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন বলেন, আজ রবিবার সকালে টেকনাফগামী মোটরসাইকেল ও কক্সবাজারগামী সিএনজি এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেল আরোহী, সিএনজি চালক ও সিএনজি যাত্রীসহ ৩ জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সিএনজি চালক ও যাত্রীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। তবে সিএনজিতে থাকা অন্য এক যাত্রীর বরাতে তিনি বলেন, সিএনজি চালকের বাড়ি টেকনাফ।

ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই মামুন বলেন, মেরিন ড্রাইভের মাথাভাঙা এলাকায় একপাশে মোটরসাইকেল চালকের মরদেহ এবং অন্যপাশে আহত মোটরসাইকেল আরোহীকে কাতরাতে দেখা যায়। তবে সিএনজি চালক এবং যাত্রী আহতের বিষয়ে তিনি অবগত নয় বলে জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫