কক্সবাজারের পেকুয়ায় সাগরের জোয়ারের স্রোতে শাখাওয়াত হোসেন ওয়াকি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম।
ওয়াকি পশ্চিমকূল এলাকার রেজাউল করিমের ছেলে।
শফিউল আলম জানান, ওয়াকি তার এক বন্ধুর সঙ্গে সাগরের চরে খেলতে যায়। তারা আক্কাসের বাপের ঘোনা এলাকায় বেড়িবাঁধের কাছে গেলে হঠাৎ প্রবল জোয়ারের স্রোতে ওয়াকি তলিয়ে যায়। সাথে থাকা শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
শফিউল আলম বলেন, চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। এ রিপোর্ট (বিকেল সাড় পাঁচটা) লেখা পর্যন্ত ওয়াকির খোঁজ মেলেনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |