শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

পেকুয়ায় বাঁশের সাঁকো বিধ্বস্ত, ১০ হাজার মানুষের ভোগান্তি

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সংযোগকারী একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। রবিবার গভীর রাতে ছনুয়া খালের ওপর নির্মিত সাঁকোটি হঠাৎ করে ভেঙে যায়।

প্রায় এক বছর আগে স্থানীয় কিছু উদার ব্যক্তি প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে সাঁকোটি নির্মাণ করেন। নির্মাণের পর থেকেই এটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম হয়ে উঠেছিল। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করে পারাপার হতেন।
স্থানীয়রা জানান, সাঁকোটি ভেঙে পড়ার ফলে অন্তত ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে। এখন ওই এলাকার মানুষকে বিকল্প পথ ধরে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
ছনুয়া ইউনিয়নের ছেলবন, খুদুকখালী, নোয়াপাড়া, বালুখালী ও ছোট ছনুয়া গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। এখন এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে।

স্থানীয়রা আরও জানান, উঁচু এ বাঁশের সাঁকোটি পারাপারের সময় অনেকেই ভয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে, খালে চলাচলকারী বড় মালবাহী জাহাজ বা সাম্পানের ধাক্কায় সাঁকোটি ভেঙে পড়েছে। সকালে তারা দেখতে পান সাঁকোটি ভেঙে গেছে।
রাজাখালী ও ছনুয়াবাসীর পক্ষ থেকে সাঁকোটি দ্রুত মেরামতের জোর দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫