পেকুয়া বারবাকিয়ায় ফাতেমা বেগম নামে এক বিধবা নারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৬৫) ওই ইউনিয়নের ভারুয়াখালী ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত নুরুচ্ছফার স্ত্রী।
স্থানীয় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম বদিউল আলম বলেন, নিহত মহিলা একা একটা ঘরে বসবাস করতেন। তিনি মানুষকে ওঝার ঝাড়ফুকের কাজ করতেন এবং দিনের বেলায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। ঠিক সোমবার সন্ধ্যায় এক মহিলা ওনার ঘরে কাজে গিয়ে নিথর দেহ দেখতে পায়। পরবর্তীতে খবর শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, বারবাকিয়ায় বিধবা এক মহিলা তার নিজ ঘরে নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পুলিশ তদন্ত করছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |