মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

পুকুরে ডুবে রামু কলেজের শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
আপডেট শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

কক্সবাজার বাসটার্মিনাল এলাকার একটি পুকুরে শখের বসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই শিক্ষার্থী। এই ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান এবং অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাচ (১৯)। তিনি রামু সরকারি কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র এবং ঝিলংজা ইউনিয়নে১নং ওয়ার্ড, পশ্চিম লার পাড়ার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা শিক্ষার্থীর নাম মোহাম্মদ তাকসান একই এলাকার আব্দুল জলিলের ছেলে, সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।তারা দুইজন আপন চাচাতো ভাই।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে, কক্সবাজার বাসটার্মিনালের পাশের নারিকেল বাগিচা এলাকার একটি পুকুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনাচ ও তাকসান কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নিহত আনাচের বড় জেঠা হাজী আবু তালেব জানান, “আনাচ ও তাকসান দুইজনই শখ করে গোসল করতে যায়, কিন্তু পুকুরের গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল তাদের উদ্ধার করে।”

দুইজনকেই কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আনাচকে মৃত ঘোষণা করে। অপরদিকে, মোহাম্মদ তাকসানকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে মোহাম্মদ তাকসান চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫