সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি তল্লাশি চালিয়ে দুইটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলো- উখিয়ার কুতুপালং ৭ নং এফডিএমএন ক্যাম্পের এ/২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) এবং ফকির আহমদের ছেলে মো. হাসিম (২০)।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গতকাল বিকেলে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং থেকে কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারী ও তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। ওই সময় হোয়াইক্যং চেকপোস্টে একটি সিএনজিকে তল্লাশীর জন্য থামানো হয়। পরে সিএনজি আরোহীদের সন্দেহজনক আচরনের জন্য তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে বিজিবি সদস্যরা দুই জনের কোমরে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করে।
তিনি আরও বলেন, উদ্ধার পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |