টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরে ‘শফি গ্রুপ’ এর সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের নারী, শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউপির মোছনী নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের ‘সি’ ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলো ওই শিবিরের ‘সি’ ব্লকের বাসিন্দা সেতারা বেগম (৩৫), ছেনোয়ারা বেগম (৩৪), নুর বেগম (২৮) এবং তার ছেলে আনোয়ার সাদেক (১২)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা জানায়, রবিবার রাতে ‘সি’ ব্লকের রোহিঙ্গা শরণার্থী ছেনোয়ারার শেডের সামনে পাহাড়ি সন্ত্রাসী ও রোহিঙ্গা ডাকাত ‘শফি গ্রুপ’ নিজেদের এর মধ্যে বাকবিতণ্ডা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে একই পরিবারের নারী, শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে আশপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করেন।
আহত রোহিঙ্গারা জানায়, রাতে কেউ ঘরে কাজ করছিলেন, আবার কেউ বাইরে হাঁটছিলেন। ওই সময় কয়েকজন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎস্যকরা বলেন, গুলিবিদ্ধ রোহিঙ্গাদের চিকিৎসা চলছে। তবে এখনো তাদের অবস্থা আশঙ্কামুক্ত নয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |