টেকনাফের শামলাপুর শিলখালী এলাকায় প্রায়শ দেখা মিলতো এক মহিলা মানসিক রোগীর। সেখানে সে ‘পাগলি’ নামে পরিচিত। কিন্তু অস্বাভাবিক হলেও সত্য, পাগলি এরই মধ্যে সন্তান প্রসব করেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে মারোত এর সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকাদের প্রচেষ্টায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
জানা যায়, শনিবার রাতে পাগলির প্রসব বেদনা দেখে স্থানীয় চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ মডেল থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগলদের নিয়ে কাজ করা মারোত এর সহযোগিতায় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। টেকনাফ হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্স এর সহযোগিতায় ডেলিভারী কাজ সম্পন্ন করেন। বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছে বলে জানিয়েছেন মারোত এর সভাপতি আবু সুফিয়ান।
কিন্তু আক্ষেপের বিষয়, ধবধবে সাদা বাচ্চাটি একজন মানসিকভাবে বিকারগস্ত মায়ের গর্ভ থেকে আজ এক অনিশ্চিত পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছে। বাচ্চাটি বোধহয় কখনো খুঁজে পাবে না তার ঔরসজাত পিতাকে এবং মহিলাটিও খুব সম্ভবত জানেন না তার সন্তানের জনকের নাম। অন্তত এ ভেবে ভালো লাগছে যে, ফুটফুটে বাচ্চাটির স্থান কোনো ডাস্টবিন, নালা, নর্দমা কিংবা ভাগাড়ে হয়নি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |