বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ১১:৩১ অপরাহ্ন

সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রশাসন এ ঘোষণা দেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, চলতি বছরের ৩১ মার্চ থেকে সেন্ট মার্টিন যাতায়াতের দুটি নৌপথে পর্যটকবাহী ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। সার্বিক দিক বিবেচনায় বর্তমানে যেকোন ধরণের পর্যটক পরিবহন বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন করে অনুমতি দেয়া হলে পর্যটক পরিবহনে কোনো ধরনের বাঁধা থাকবে না।

এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে টিকিট কাউন্টারের সামনে পর্যটকদের ভিড় দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক পর্যটক কাঠের ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ভিড় করছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারেননি।

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের সার্ভিস ট্রলার মালিক সমিতির টিকিট বিক্রেতা মো. জোবায়ের বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককে সেন্ট মার্টিনের টিকিট বিক্রি করা হয়নি। ফলে কোনো পর্যটক আজ সেন্ট মার্টিনে যেতে পারেননি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক পরিববহন বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত শনিবার টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে ট্রলার ও স্পিডবোটে করে তিন শতাধিক পর্যটক রাত্রিযাপনের জন্য সেন্ট মার্টিনে যান। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে রোববার ও সোমবার দুদিন নৌপথে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছিলেন। অবশেষে মঙ্গলবার তারা নিজেদের গন্তব্যে চলে যেতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫