টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এসব ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, টেকনাফের হোয়াইক্যং ইউপির নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌ বাহিনী। অভিযানে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি নুর ইসলামের বাড়িতে তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, আটককৃত ওই কারবারির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জব্দকৃত ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |