টেকনাফে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নিবন্ধিত টমটম চালকদের কিউ আর কোড যুক্ত আইডি কার্ড ও পোশাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ২৪ নভেম্বর ২০২৫ ইংরেজি সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আরজু, টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুহিউদ্দিন ফয়েজী, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ মোখলেছুর রহমান, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, পৌরসভার কর আদায়কারী রবিউল ইসলাম, ছাত্র প্রতিনিধি রুবায়েত হোসেন প্রমূখ।
এ সময় টেকনাফ পৌরসভার নিবন্ধিত টমটম চালকদের মাঝে পরিচয়পত্র ও পোশাক বিতরণন করা হয়েছে।
এ সময় ছাত্র প্রতিনিধি, টমটম মালিকগণ, টমটম চালকগণ, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক শেখ এহসান উদ্দিন বলেন, আইডি কার্ড পাওয়ার জন্য যারা আবেদন করেছে তাদের আবেদনগুলো শুরুতে নির্বাচন অফিস থেকে প্রত্যেকের এন আই ডি ভেরিফাই করে নেয়া হয়। এতে বেশ কিছু ভুয়া এন আই ডি যুক্ত আবেদন পাওয়া যায়। সব ভেরিফিকেশান শেষে ৭৫০ জন বাংলাদেশী নাগরিকের সকল তথ্য নিয়ে আমরা একটি ডোমেইন হোস্ট করি। প্রত্যেক টমটম চালকের আইডি আলাদা কি আর কোডযুক্ত হওয়ায় আইডি টি নকল হওয়ার সুযোগ নেই। এছাড়া পেছন থেকে টমটমের যাত্রীদের জন্য ও একটি লেমিনেটেড আইডি কার্ড ঝুলানোর ব্যবস্থা করা হয়েছে। যা স্ক্যান করলেই চালকের নাম ঠিকানা পরিচয় জানা যাবে। এছাড়া কোনো টমটম সুনির্দিষ্ট অপরাধ করলে শুধুমাত্র তার আইডি নাম্বার উল্লেখ করে অভিযোগ করলেই নিষ্পত্তি করা সম্ভব হবে। জনগনের চাওয়া মোতাবেক এই পর্যায়ে হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া সহ সকল ইউনিয়নের টমটম চালকদের নিবন্ধন উপজেলা পরিষদ থেকে শুরু করা হবে।
এখন থেকে কোনো রোহিংগা চালক টমটম চালাতে পারবেন না, কোনো বাংলাদেশী চালক দ্বারা অপরাধ সংগঠিত হলে সার্ভারে সংরক্ষিত তথ্য থেকে সহজেই আইডি কার্ড বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
পৌরসভার সকলের প্রতি বিনীত অনুরোধ এখন থেকে আইডি, পোষাক ও যাত্রীদের সামনে লেমিনেটেড পরিচয় না থাকলে সে টমটম ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন। কেউ অন্যায় করলে কিউ আর কোড স্ক্যান করে তার পরিচয় বের করে নিন, কিংবা শুধুমাত্র আইডি নাম্বার জানিয়ে অভিযোগ করুন।
অপরাধমুক্ত টেকনাফ গঠনের আপনাদের সহযোগিতা কাম্য।
আরও বলেন, টমটম চালকদের কারণে অনেক দূর্ঘটনা ঘটতেছে তাই তাদেরকে যেকোনভাবে শৃঙ্খলার ভেতরে নিয়ে আসতে টেকনাফবাসী তথা ছাত্র প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে দাবী ছিল। পরে দাবীর প্রেক্ষিতে উদ্যোগ নেওয়ার পর টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়ন থেকে মোট ৯৬৫ জন টমটম চালক পৌরসভা কর্তৃক চাহিত ডকুমেন্টস দিয়ে পরিচয়পত্র পেতে পৌরসভায় আবেদন করেছে। পৌরসভার বাইরের আবেদনকারীরা নিয়মিত পৌরসভার ভেতরে গাড়ী চালান। সব মিলিয়ে আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই শেষে আজ উদ্বোধনের মাধ্যমে কিছু চালককে পরিচয়পত্র দিয়ে দেওয়া হয়েছে। বাকীদেরকে সপ্তাহ খানেকের মধ্যে পরিচয়পত্র ও পোশাক দিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। আরও বলেন, আপনারা আইন মেনে প্রতিদিন ড্রেস পরিধান করে গাড়ী চালাবেন। গাড়ী চালানোর সময় নিয়ম মেনে সকল আইন শৃংখলা বাহীনির গাড়ীকে অগ্রাধিকার ভিত্তিতে আগে চলে যাওয়ার জন্য সাইড দিবেন। সকলের সাথে ভদ্র ব্যবহার করবেন৷ পৌরসভা কর্তৃক দেওয়া পরিচয়পত্র ও পোশাক পরিধান করে কেউ অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরিচয়পত্র বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আবারো হুশিয়ার করেন।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |