বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

নাফনদী থেকে অপহৃত তিন জেলেকে ছেড়ে দিলো আরাকান আর্মি

আব্দুর রহমান ইবনে আমিন
আপডেট মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

টেকনাফের নাফনদী থেকে ধরে নিয়ে যাওয়া তিন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তারা ফেরত আসেন।

ফিরে আসা জেলেরা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের আব্দু রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), একই গ্রামের মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

বিষয়টি স্বীকার করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘নাফনদী থেকে আটক হওয়ার পর বিজিবি তাদের ফেরত আনতে আরাকান আর্মি সাথে যোগাযোগ করা হয়। অবশেষে আজ মঙ্গলবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়। তাদের (জেলেদের) পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জেলেদের মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে গতকাল (১২ মে) দুপুরের দিকে হ্নীলার লেদা অংশের নাফ নদীতে জাল নিয়ে নৌকায় করে অ রবিউল আলম, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ সিদ্দিক নাফনদী মাছ শিকালে গেলে, তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। একই আরাকান আর্মি গুলিতে আরও দুই জেলে গুলিবিদ্ধ হয়েছিল।

ফেরত আসা জেলে রবিউল আলমের বাবা মো. নুর বলেন, ‘নাফনদীতে মাছ শিকারে যাওয়ার পর ছেলের খোঁজ পাওয়া যায়নি। পরে জেনেছি আরাকান আর্মি ধরে নিয়ে যায়। আজ বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মি তাদের ছেড়ে দেয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫