কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুপাড়া বিওপি কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্তের লেবুবাগান খালের পাড় এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেজুপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে – এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যায় দুইজন ব্যক্তি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে, ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মাদক চোরাকারবারীদের আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |