বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। অনেকে বলেছেন এটি রহস্যজনক। মৃত গৃহবধূর নাম ইয়াসমিন আক্তার ( ২০)। তিনি স্থানীয় চাকঢালার মেহের পুরের প্রধানঝিরির সৈয়দ হোসেন দ্বিতীয় স্ত্রী। রোববার ( ১০ আগষ্ট) বিকেল ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গৃহবধুর স্বামী সৈয়াদ হোসেন জানান, গত শুক্রবার দুপুরে স্ত্রী ইয়াসমিন দুপুরের খাবারের পর ধানক্ষেতের পাশের আগাছা নিধনের জন্যে এনে রাখা বোতলটি দেখে স্পিড ভেবে পান করে কিছু অংশ। সাথে সাথে সে ঢলে পড়ে। প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলেও কতৃপক্ষ রেফার করে কক্সবাজারে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২ দিন চিকিৎসার পর বিকেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাশরুরুল জানান, স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর অভিমান করে বিষপানে মারা গেছে। এ বিষয়ে মৃতের পিতা গোলাম হোসেন এর আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তবে তা নিশ্চিত করা যাবে অভিযোগ পেলে তদন্ত শেষে।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |