জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান তরুণদের ভাগ্য পরিবর্তন ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে নতুন বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দেখছেন । যুবকরা স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ আন্দোলন করে নিজেদের জীবন উৎসর্গ করেছে।
গতকাল শুক্রবার (১১ জুলাই) বিকেলে পালংখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তরুণ ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। নতুন তরুণ ভোটারগণকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ্ আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী আরো বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মানোন্নয়ন করা হবে। উখিয়ায় একটি করিডোর নির্মাণ করা হবে যার মাধ্যমে তরুণরা বৈধভাবে ব্যবসা করার সুযোগ পাবে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও স্মৃতিচারণ বক্তব্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে বলেন, ‘১৯৭৫ সালের পর দেশে যখন বাকশাল প্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, তখন জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ, জামায়াতসহ প্রায় ৪০টি দলকে পুণরায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, একারণেই তাকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে চৌধুরী বলেন, ‘আমি যখন যুবক ছিলাম, বয়স্করা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছিলেন। আজ আমি বয়স্ক, তোমরা যুবকরা দায়িত্ব নিলে আমি আবারও এমপি হতে পারব, ইনশাআল্লাহ।’
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের প্রশংসা করে শাহজাহান চৌধুরী বলেন, তার শাসনামলে সর্বপ্রথম এদেশের সাধারণ মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার সুযোগ পায়, যা তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছিল। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজনের জন্য জিয়াউর রহমানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম এ মোক্তার ও উখিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আহবায়ক রিদোয়ান সিদ্দিকী, পালংখালী ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশেদা বেগম, পালংখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: শাহ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং তরুণ ভোটাররা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |