সীমান্ত উপজেলা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবতীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত এনামুল হাসানকে (১৯) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, শনিবার লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১১ এর বাসিন্দা রোহিঙ্গা যুবতীকে (১৬) বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রোহিঙ্গা যুবক এনামুল হাসান (১৯) বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনার খবর পেয়ে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের আর্মড পুলিশ অভিযানে যায়। একপর্যায়ে সন্ধ্যা সাতটায় এপিবিএন সদস্যরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক যুবক লেদা ক্যাম্পের ব্লক-এ/১১ এর নুর হোসেনের পুত্র।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
এই ধরণের আরো সংবাদ পড়ুন...