কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্টিত হয়।
কর্মশালায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোহাম্মদ জাহিদ ইকবাল। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হক চৌধুরী, ওসি মো. হাফিজুর রহমান, পৌরমেয়র মোহাম্মদ ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়াসহ প্রমুখ।
এছাড়া সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়, সুশীল সমাজ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ৫০জন কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় জানানো হয়- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালী অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনাকেও জানান দেয়। এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব।দেশকে আলোকিত করেছেন শেখ হাসিনা।ঘরে ঘরে বিদ্যুৎয়ের আলো তাঁরই প্রমাণ। পাশাপাশি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন।এউদ্যোগগুলো প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, আত্মস্বীকৃত মাদক কারবারিরা যাতে ওসি ও ইউএনও সঙ্গে কোনোধরনের বৈঠকে বসতে না পারে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারে সেজন্য আইন প্রণয়ণের ব্যবস্থা নেওয়ার ওপর জোর দাবি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ জাহিদ ইকবাল বলেন, ‘সরকারের উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সে জন্য কাজ করছি।তাঁর দক্ষ নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশকে বদলে দিয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ। দেশের জনগণ ও সরকারি-বেসরকারি অফিস আদালতের তথ্য পেতে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সকলেই স্বাগত জানাচ্ছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |