সীমান্ত এলাকায় স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ৬৪ বিজিবি।
আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দক্ষিণ বালুখালী লতিফুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওইসব গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এসময় ৬৪ বিজিবি অধিনায়ক নিজেই উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেডিকেল অফিসার মেজর নুসরাত জাহান প্রীতি ও মেজর মো. শাহাদাত হোসেন শুভ কর্তৃক সর্বমোট ২০৩ জন (পুরুষ-৭৭ জন, মহিলা-১০৬ জন এবং শিশু-২০ জন) অসহায় ও গরীব, দুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়।
এদিকে বিজিবি’র এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |