টেকনাফে র্যাপিড একশান ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের যৌথ অভিযানে অপহরণের শিকার ৪ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অপহৃতরা হলেন- নোয়াখালীয়াপাড়ার আমিনুর রহমান (১৪), নুর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।
সোমবার গভীর রাতে বাহারছড়া ইউপির নোয়াখালীয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থানের খবরে র্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া পাহাড়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার করে। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এদিকে ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ নামে স্থানীয় দুইজনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালীপাড়ার মোহাম্মদ মুবিনুল ও মোহাম্মদ নূর নামে আরও দুইজনকে অপহরণের পর ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ মুক্তিপণ দাবি করে স্বজনদের কাছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |