মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

দিনাজপুরের রিফাত টেকনাফে অপহৃত, পরে উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন

অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে দিনাজপুরের পার্বতীপুরের রিফাত ইসলাম (১৮) নামে এক তরুণকে কক্সবাজারের টেকনাফে এনে অপহরণ করা হয়। পরে ৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে।

অপহৃত তরুণ দিনাজপুরের
থাকা পারতীপুরের ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের হাবিবপুরের বাসিন্দা আবদুল হাকিমের ছেলে।
গত মঙ্গলবার দুপুরে দিনাজপুর থেকে টেকনাফ এলে দুর্বৃত্তদের হাতে এ তরুণ অপহরণের শিকার হয়। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
রিফাতের বরাত দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অনলাইনের মাধ্যমে ভালো বেতনে মুরগির খামারে চাকুরীর প্রলোভন দেখিয়ে তরুণ রিফাত ইসলামকে টেকনাফে আনা হয়। তার আগে রিফাতকে প্রতিমাসে ১৮হাজার টাকার বেতন দেওয়ার হবে বলে জানানো হয়েছে। রিফাত মাদ্রাসায় লেখাপড়া করতেন। সংসারে হাল ধরার জন্য একটি চাকুরী তার খুব প্রয়োজন ছিল। সেই সুবাদে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে রিফাত টেকনাফে চলে আসেন। অপহরণকারী চক্রটি রিফাতকে ভালো বেতনের চাকুরীর প্রলোভনে ফেলে। টেকনাফে আসার পর গত মঙ্গলবার দুপুরের দিকে তাকে টেকনাফ সদরের মাঠপাড়া সংলগ্ন পাহাড়ের পাদদেশে নিয়ে যায়।

অপহৃত রিফাত জানান, অনলাইনের মাধ্যমে যোগাযোগের পর তিনি টেকনাফে আসেন। অপহরণকারী চক্রের সদস্যরা তাকে কৌশলে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। এরপর একটি মুরগির খামারও তাকে দেখানো হয়। পরবর্তীতে তাকে অস্ত্রেরমুখে গভীর পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। দুর্বৃত্তরা পরিবারের কাছে ফোন করে হাতুড়ি দিয়ে পিটুনোর, মারধর ও বিভিন্ন ধরনের নির্যাতনের পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয়। দুই রাত পাহাড়ে একটি ঝুপড়ি ঘরের বেঁধে রাখার পর আজ বৃহস্পতিবার ভোররাতে পাহাড়ের আস্তানা থেকে পালিয়ে আসার পথে চক্রের দুজন সদস্য তাকে ধাওয়া করেন। এসময় টেকনাফ সদরের মাঠ পাড়ার প্রভাবশালী ব্যক্তি ও আব্দুল গফুর সওদাগরের বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকে পড়লে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে আব্দুল গফুর সওদাগর নিজেই টেকনাফ থানা পুলিশের ফোন করে বিষয়টি অবহিত করলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল তাকে উদ্ধার করে করে থানায় নিয়ে যায়।
আব্দুল গফুর সওদাগর বলেন, দিনাজপুর থেকে চাকুরির প্রলোভন দেখিয়ে এই তরুণকে টেকনাফে আনা হয় এরপর তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য তাকে অপহরণ করা হয়েছিল। পরে এই তরুণকে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫