টেকনাফের হোয়াইক্যং উনছিপ্রাং এর রইক্ষ্যং এলাকায় শতো বছরের পুরোনো একটি দিঘি দখলে নেয়ার অভিযোগ ওঠেছে। ভূমি দস্যুদের কবল থেকে এই দিঘিটি রক্ষায় এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।
বুধবার (১ জুন) বেলা ১২ টায় ওই দিঘিরপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সর্বশ্রেণির মানুষ অংশ নেয়। এসময় তারা অবৈধ খতিয়ান বাতিল করে তাদের ব্যবহৃত পুরোনো দিঘিটি রক্ষার দাবি তুলেন।
হোয়াইক্যং যুবলীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে আমরা এই দিঘিটি ব্যবহার করে আসছি। হঠাৎ চিহ্নিত কিছু ভূমিদস্যু ভুয়া দলিল তৈরি করে দিঘিটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে।
স্থানীয় মুরব্বিদের মাধ্যমে জানা যায়, ১৯৮০ সালে রাখাইন জমিদাররা সকল সহায়-সম্পত্তি বিক্রি করে দেশ ত্যাগের সময় ওই দিঘিটি স্থানীয়দের ব্যবহারের জন্য উইল করে দেন। সেই থেকেই আজ-অবধি শতবছরের এই পুরোনো দিঘিটি ব্যবহার করে আসছে রইক্ষ্যং এর সাধারণ মানুষ। হঠাৎ ২০২১ সালে একই এলাকার বাসিন্দা কামাল হোছাইন, মোহাম্মদ সেলিম, কায়সার গং জাল দলিল তৈরি করে দিঘিটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে বলে অভিযোগ ওঠে।
এদিকে স্থানীয় সাধারণ মানুষদেরকে দমিয়ে রাখতে বিভিন্নভাবে মামলা হামলার হুমকি দিয়ে যাচ্ছে দখলবাজরা।
মানববন্ধনে অংশ নেয়া ছৈয়দ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি আক্ষেপের সুরে বলেন, দিঘির চতুর্পাশে আমার বাপ দাদার নামে দলিল খতিয়ান থাকার পরেও জনস্বার্থে দিঘিটি উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু কিছু চিহ্নিত ভূমি দস্যু শতো বছরের পুরোনো এই দিঘিটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছে।
এছাড়া তিনি বাদী হয়ে অবৈধ খতিয়ান সৃজনের বিরুদ্ধে টেকনাফ উপজেলা ভূমি অফিসে একটি রিভিউ মিচ মামলা দায়ের করেছেন। বর্তমানে এই মামলার তদন্তের ভার হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের উপর ন্যস্ত রয়েছে।
এবিষয়ে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারীর সাথে যোগাযোগ করতে বলেন।
মুঠোফোনে হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ফিরোজ আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ সরেজমিনে তদন্তের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু আমার বদলির আদেশ হওয়ায় সম্ভব হয়নি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |