শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ

তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে কর্মীসভা!

জসিম উদ্দিন জীবন, রূপান্তর
আপডেট রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৮:২০ পূর্বাহ্ন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে বাংলাদেশ আওয়ামীলীগ সাবরাং ইউনিয়ন শাখার আওতাধীন ৪, ৫, ৬নং ওয়ার্ডের উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করা হয়েছে।
১৫ জুলাই (শনিবার) সাবরাং ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল ফয়সাল সুমন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, সাবেক উপ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ ভূট্টো,  সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর হোসেন বি.এ, ইউপি সদস্য মো. শরীফ সহ প্রমুখ।

এসময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন আওয়ামী কর্মীবান্ধব ব্যক্তিকে উখিয়া-টেকনাফের নৌকার মনোনয়ন প্রদানে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বি,এ বলেন, আমরা হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। আমাদের এক ডাকে ঝড়-তোফান উপেক্ষা করে হাজার হাজার কর্মী রাজপথে নেমে আসবে। আমি ঘরপোড়া আওয়ামীলীগার। আওয়ামী কর্মীদের যেকোন দুর্যোগপূর্ণ পরিবেশে আমি নুর হোসেন ঝাঁপিয়ে পড়ব।
উপজেলা আওয়ামীলীগের সহ-সহভাতি আবুল কালাম বলেন, দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং ওই নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার উদাত্ত আহবান করেন।
প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাযজ্ঞ সাধারণের কাছে পৌঁছে দিতে আমরা টেকনাফের আনাচেকানাচে চষে বেড়াচ্ছি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজপথে আওয়ামী কর্মীদের ঘাম ঝরলে আমাদের রক্ত ঝরবে। বীর মরে একবার কাপুরুষ মরে বার বার। তাই এদেশের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমকে জিইয়ে রাখতে বীরের মতো কাজ করার অনুরোধ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের ষড়যন্ত্রের নীলনকশা নস্যাৎ করতে দলীয় নেতাকর্মীদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আমরা আছি। শেখ হাসিনা ছাড়া আমাদের অস্তিত্ব নেই। তাই আওয়ামী কর্মীদের শেখ হাসিনার যেকোন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নৌকা যার, আমরা তার এই নীতিতে এগিয়ে চলার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫