৯ দিনের মাথায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু গ্রামের ওপারে তুমব্রু রাইট ক্যাম্প এলাকায় আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) রাত সোয়া ৯ টার পর থেমে থেমে দীর্ঘক্ষণ এ গোলাগুলির প্রকট আওয়াজে নাইক্ষ্যংছড়ির তুমব্রু বাজার এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। অনেকে দোকাস পাট বন্ধ করে ফেলে। পাশে থাকা হিন্দুপাড়া, বাজার পাড়া, কোনারপাড়া, তুমব্রুর পশ্চিম পাড়াসহ কয়েকটি পাড়া-গ্রামের মানুষ একইভাবে আতংকিত হয়ে পড়ে বলে জানান গ্রামবাসী।
কোনারপাড়া, বাজার ব্যবসায়ী ও বাজার পাড়ার আবদুল আলিম, মোহাম্মদ হোসন ও ছৈয়দ নুর জানান, হঠাৎ গোলাগুলির বিকট টানা আওয়াজেবাড়ির লোকজন ভীত হয়ে পড়ে। শিশু ও নারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে বেশী।
তারা বলেন, তুমব্রু বাজারের দক্ষিণে কয়েকশ গজ দক্ষিণে মিয়ানমার অংশের সীমান্ত চৌকি তুমরু রাইট ক্যাম্পে দখলে থাকা বিদ্রোহী আরকান আর্মি রয়েছে। সে চৌকিতে অপর বিদ্রোহী আরসা এ হামলা চালিয়েছে বলে তারা ধারণা করছেন। এতে উভয় পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করছে তারা। তুমব্রু রাইট ক্যাম্প দখলে মরিয়া আরসা হামলা শুরু করলে চৌকি দখলে থাকা আরকান আর্মি পাল্টা গুলি চালায় বলে জানতে পারেন তারা। যা বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে।
ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুর মোহাম্মদ ভূট্টো বলেন, দীর্ঘদিন পর গত ১১ আগষ্ট সীমান্তে দেড় ঘন্টার বেশি সময় ধরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। আজও একই ঘটনা তিনি শুনতে পান। তবে হতাহতের কোন সংবাদ তিনি পান নি।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক এসএম খায়রুল আলাম বলেন, গোলাগুলির ঘটনা ঘটলেও এটি বাংলাদেশের অভ্যন্তরে নয়। বিজিবি নিয়মিত টহল চলমান রয়েছে।সর্বোচ্চ সতর্ক আছে বিজিবি সদস্যরা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |