শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
Logo উখিয়া-টেকনাফে জমজমাট ‘সুপারি বাজার’ Logo তারেক রহমান সরকার প্রধান হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে: সাবেক হুইপ শাহজাহান চৌধুরী Logo উখিয়া সীমান্তে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক Logo মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ আটক ২২ Logo নৌবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকাসহ নুর ইসলাম আটক Logo যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত Logo কক্সবাজারে নাশকতা রোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে Logo টেকনাফে প্রথম ধাপে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ Logo টেকনাফের বাহারছড়ায় তাজা কার্তুজসহ এক যুবক আটক Logo দুইটি ট্রলারসহ আরও ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

তারেক রহমান সরকার প্রধান হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে: সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম
আপডেট শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীতে ক্ষমতায় এলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে এমন মন্তব্য করেছেন কক্সবাজার-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলে মিয়ানমারের সঙ্গে স্থল সীমান্ত দিয়ে নতুন বাণিজ্যিক বন্দর ও করিডোর চালু করা হবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতি আনবে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে টেকনাফ সরকারি এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান চৌধুরী আরও বলেন, কক্সবাজারের বিশেষ করে উখিয়া-টেকনাফের মূল সমস্যা রোহিঙ্গা সংকট, অপহরণ, মাদক ও মানবপাচার। এসব কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিলে আমরা সংসদে গিয়ে এই সমস্যাগুলোর সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি জানান, সেন্টমার্টিন, বঙ্গোপসাগর ও পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে টেকনাফকে একটি আধুনিক, পর্যটকবান্ধব অর্থনৈতিক শহর হিসেবে গড়ে তুলতে বিএনপি পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী। সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান সেলিনা সুলতানা নিশীতা।

পরে টেকনাফ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন সদস্য ফরম বিতরণ করা হয় এবং নবায়ন কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে টেকনাফ পৌর বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
একইদিন সন্ধ্যায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।প্রধান বক্তার বক্তব্যে রাখেন নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের টিম প্রধান সেলিনা সুলতানা নিশীতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী,সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু,কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফেজ এনামুল হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুগ্ম সম্পাদক ফরহাদ আমিন, পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫