বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনও হবে। আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৩০ জুলাই, চূড়ান্ত তালিকা ১১ আগস্ট। মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। জমা দেয়ার শেষ দিন ১৯ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। নির্বাচনী প্রচারণার সময় ২৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর। ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে।

তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন |

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ডাকসুতে কোনো রাজনৈতিক পরিচয় নেই। যারাই বৈধ ছাত্র, তারাই নির্বাচনে অংশ নিতে পারবে। নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখি না। কোনো থ্রেড এখনো কেউ দেয়নি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর আগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীনকে প্রধান করে ১০ সদস্যের রিটার্নিং কর্মকর্তা প্যানেল ঘোষণা করেন।

উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো এবার ডাকসু নির্বাচনের ভোট হবে আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে।

সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন হয়েছিল। এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫