বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্তে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ নামক স্থান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নাজিরপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে— এমন গোপন সংবাদে বিজিবির একটি দল সেখানে কৌশলগত অবস্থান নেয়। ভোরে পাঁচজন পাচারকারীর একটি দল নাফনদ হয়ে বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশের দিকে আসে।

এ সময় বিজিবি সদস্যরা তাদের থামতে সংকেত দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও প্যাকেজিং কৌশল আন্তঃদেশীয় মাদক পাচার চক্রের নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। স্থানীয় হোতাদের মধ্যে একজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা গেছে।

পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে ‘হাই-টেক নজরদারি’ চালানো হচ্ছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে এবং এই নেটওয়ার্কের মূল শিকড়ে আঘাত হানা হবে।’
তিনি আরো বলেন, ‘পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধার করা ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫