টেকনাফ মহাসড়কে বালু বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বালু চাপা পড়ে ওই গাড়ির হেল্পার নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।
নিহত হেল্পার উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কামাল হোসেনের ছেলে মো. এবাদুল্লাহ (৩০)।
রবিবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড তুলাতলি এলাকায় টেকনাফ- কক্সবাজার মহাসড়কে পালংখালী থেকে টেকনাফগামী একটি বালু বোঝাই ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ডাম্পার গাড়ির হেলপার নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফ- কক্সবাজার মহাসড়কে বালুভর্তি একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিহত এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |