শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ

টেকনাফ পৌর ভ্যানগাড়ি-মোটর শ্রমিকলীগের কমিটি ঘোষণা

এস.এন.কায়সার জুয়েল
আপডেট মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১১:৫১ অপরাহ্ন

দূর্বার গতিতে এগিয়ে চলছে জাতীয় শ্রমিকলীগ। এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ পৌর শাখার আওতাধীন ভ্যানগাড়ি-মোটর শ্রমিকলীগের সভাপতি আবদুল মোতালেব, কামাল হোসেন সাধারণ সম্পাদক ও মোহাম্মদ খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় টেকনাফ পৌর শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে এই কমিটিকে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব অর্পণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মোটর শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও টেকনাফ পৌর শ্রমিকলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টেকনাফ পৌর মোটর শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ আলম বকুল, যুগ্ন আহবায়ল মো. শহিদ উল্লাহ শহিদ, কায়সার, পৌর ২নং ওয়ার্ডের সভাপতি মুরশেদুল আলম বাবলুসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক বান্ধব নেতৃবৃন্দ।

টেকনাফ পৌর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক জিয়াউর রহমান জিয়া বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে টেকনাফ পৌর শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দকে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান। পাশাপাশি পৌর জাতীয় শ্রমিক লীগকে সার্বিক সহযোগিতা করার জন্য উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে শ্রমিকদের যেকোন ন্যায্য দাবি ও আধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

টেকনাফ পৌর শ্রমিক লীগের সদস্য সচিব ও আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি সৈয়দ আলম বকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫