বিষয়: টেকনাফ পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অস্থায়ী স্টেইজ নির্মাণ প্রসঙ্গে
প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক ও লেখকবৃন্দ,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টেকনাফ পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের একপাশে আসন্ন কয়েকটি ধর্মীয় মাহফিল আয়োজনের সুবিধার্থে একটি অস্থায়ী সিঁড়িযুক্ত উন্মুক্ত স্টেইজ নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিক্রমে নির্মিত এই স্টেইজ মাহফিল পরিচালনা ছাড়াও জানাযা ও ঈদ জামাতের সময় মুকাব্বির সাহেবানদের জন্য ব্যবহৃত হবে—যেমনটি মদিনা মুনাওয়ারার হারাম শরীফে প্রচলিত।
এটি শুধুমাত্র উঁচু-নিচু সমতল করার ও মাহফিলের সুবিধার্থে নির্মিত কাঠামো; কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির দখল উদ্দেশ্যে নয়।
আপনাদের সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি।
নিবেদক:
মুহাম্মদ কিফায়তুল্লাহ শফিক
খাদেম, আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |