টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র্যাব ১৫ সদস্যরা।
আটক আশ্রয়দাতারা হলো-
টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফয়াজ (৬৫)।
সোমবার (৬ অক্টোবর) রাতে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশানে অভিযান চালিয়ে ওইসব রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক।
তিনি বলেন, কতিপয় কিছু রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশন-এ বসবাস করার খবর পেয়ে র্যাব-১৫, সিপিসি-১ এর সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে আব্দুল্লাহ ম্যানশনের মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। এছাড়া আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, র্যাপিড একশান ব্যাটালিয়ন চলমান গোয়েন্দা তৎপরতা, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |