টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরের দিকে এ নির্মাণ কাজ শুরু করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, টেকনাফ আল-জামিয়া আল ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি কিফায়েত উল্লাহ শফিক, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শওকত হায়াত মামুন, দৈনিক প্রথম আলো’র টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, টেকনাফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রতিদিনের বাংলাদেশ এর টেকনাফ প্রতিনিধি ফরহাদ আমিন, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর পাশে খোলা জায়গায় ১৮০০ স্কয়ার ফিটের দুই তলা বিশিষ্ট আধুনিক জামে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৬০ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ শুরু হয়।
এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়ের জন্য দ্বিতীয় তলা বিশিষ্ট আধুনিক মডেলের জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে। নিচ তলায় ছেলে শিক্ষার্থীরা ও দ্বিতীয় তলায় মেয়ে শিক্ষার্থীরা নামাজ আদায় করবেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |