গত ৪ বছরেও নিরাপদ সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়ায় সারা দেশে একযোগে স্মারকলিপি প্রদান করেছে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনটি। সোমবার (১০ অক্টোবর) সকালে সারা দেশের মতো টেকনাফেও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনটির টেকনাফ উপজেলা শাখার নেতারা।
‘নিরাপদ সড়ক চাই’ টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদ এর নেতৃত্বে স্মারকলিপিটি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসে জমা দেন ।
এ সময় উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ এর টেকনাফ উপজেলা শাখা সভাপতি আব্দুল্লাহ আল খালেদ , সহ-সভাপতি আব্দুর রহমান হাশেমী, সাবেক সহ -সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকা, অর্থ সম্পাদক আতিকুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা মোঃ ইউসুফ, প্রচার সম্পাদক হামিদ হোছাইন হেভী, প্রকাশনা সম্পাদক মোঃ ঈসা খাঁন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক দলীল আহমেদ ফারুকী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মিন্টু, যুব বিষয়ক সম্পাদক দিলদার আহমেদ প্রমূখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ঝুঁকিমুক্ত যানবাহন, সচেতন সড়ক ব্যবহারকারী, সড়ক দুর্ঘটনা-পরবর্তী করণীয় ও গাড়ি চালানোর উপযুক্ত পরিবেশ কার্যকরের দাবি জানানো হয়।
উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে টেকনাফ উপজেলা হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার সাথে মতবিনিময় করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |