বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে অভিযানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ২:১২ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফ বাস স্টেশনস্থ সীমান্ত কমপ্লেক্সের ২য় তলায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির প্রধান কার্যালয়ে র‌্যাব-১৫ এর সদস্যদের বিনা চার্জ ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট ব্যাতিত অভিযানের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার রাতে দলীয় প্যাডে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে নিন্দা জানিয়ে বলা হয়, ❝২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট পালিয়ে গেলেও র‌্যাব বাহিনীতে কিছু আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর এখনো বহাল তবিয়তে রয়েছে। এমন ঘটনা জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক।❞

বিবৃতিতে আরও বলা হয়, ❝একটি দলের প্রধান কার্যালয়ে একটি আইনশৃংখলা বাহিনীর অভিযানের মতো শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এমন উচ্ছৃঙ্খল অভিযানের ঘটনায় (বিএনপি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বাহিনীতে এখনো আওয়ামী ফ্যাসিস্টের দোসর রয়ে গেছে। অতি শিগগিরই এই দোসরদের এখান থেকে শাস্তিমূলক বদলী করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।❞

বিবৃতি দাতারা হলেন:
১. এড. হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি
২. শাহদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা বিএনপি
৩. আব্দুর রাজ্জাক, সভাপতি, টেকনাফ পৌর বিএনপি
৪. আকতার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক, টেকনাফ পৌর বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫