টেকনাফ উপজেলার বহুল পরিচিত সংগঠন আল-আমিন ফাউন্ডেশন অব বাংলাদেশ-এএফবি কর্তৃক শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত ৪র্থ তম “AFB মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২২” সফলভাবে সম্পন্ন হয়েছে।
২১ ডিসেম্বর ২০২২ ইংরেজি রোজ: বুধবার; দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাহারছড়া, টেকনাফ সদর ও টেকনাফ পৌরসভার ১৭ টি প্রতিষ্ঠানের ৩য় ও ৪র্থ শ্রেণির ১২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক, শফিকুল ইসলাম, মুহাম্মদিয়া রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, হাফেজ মুহাম্মদ আব্দুল জলিল, জাহাজপুরা মডেল ছাত্র ঐক্য পরিষদের সভাপতি, সাদ্দাম হোসাইন, বাহারছড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জনাবা, খালেদা বেগম, বাহারছড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, জনাব নুরুল কবির এবং বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসা থেকে আগত প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে প্রত্যেকে নিজের সুন্দর মতামত লিখেন এবং পরিদর্শন বই-এ স্বাক্ষর করেন। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন- “আল-আমিন ফাউন্ডেশন অব বাংলাদেশ” একটি সামাজিক শিক্ষার মানোয়ন্নন মূলক সংগঠন। ২১/১২/২০২২ ইং অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শনে এসে অভিভূত হলাম। তাদের মনোজগতের এতো সুন্দর বহিঃপ্রকাশ সত্যিই প্রসংশার দাবীদার। তাদের অগ্রযাত্রা সমুদ্রের মতো বিশাল, পাহাড়ের মতো নির্মল এবং মেরিন ড্রাইভ রোডের মতো গতিময় হোক এই প্রত্যাশা করি।”
এছাড়াও আগত অতিথিরা পরীক্ষা কেন্দ্রের মনোরম পরিবেশ ও আকর্ষণীয়তা দেখে মুগ্ধ হয়েছেন এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। এছাড়াও পরীক্ষার্থীরাও মুগ্ধ হয়েছেন এবং পরীক্ষা দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, উক্ত বৃত্তি পরীক্ষায় প্রধান পরিদর্শকের দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, জনাব মোঃ আবু তাহের, হল সুপারের দায়িত্ব পালন করেন মৌঃ শওকত আলী, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের সভাপতি শফিউল্লাহ নান্নু এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক রইচ ইসলাম। এছাড়াও উক্ত বৃত্তি পরীক্ষায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ। সুস্থ ও মনোরম পরিবেশে পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হয় নিরীক্ষা কার্যক্রম। নিরীক্ষা কার্যক্রম শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সংগঠনের পেইজে ও রূপান্তরের পেইজে ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় ৪র্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন মারিশ বনিয়া মডেল কে.জি স্কুলের সালমান ফারেজ(৪১১); ইডেন কিন্ডার গার্টেন-এর সাদিয়া বিবি(ম-৪৯০); সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন মাহমুদিয়া বালিকা দাখিল মাদ্রাসার ফাতেমা জান্নাত(ম-৪৭০); হাবিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসকিন নুর মাহাদী(৪৭৯); রওজাতুল জান্নাহ ইবতেদায়ি মাদ্রাসার মরিয়ম আক্তার(ম-৪৭৫); সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার মোঃ ওমর সাদেক(৪১৮); দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ শাহিন সরওয়ার(৪৪১)।
৩য় শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন ইডেন কিন্ডার গার্টেনের আফসান উল খায়ের(৩২০); ইডেন কিন্ডার গার্টেনের আফরা এনাম(ম-৩২৩); ইডেন কিন্ডার গার্টেনের রিয়াদুল জান্নাত রিয়া(ম-৩২৬); আল-আরাফাহ মডেল একাডেমির মরিয়ম সালামত রুহি(ম-৩০১); লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আতাউর রহমান রিফাত(৩১৪); পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জারিয়া মিশকাত ইরা(ম-৩১১)।
সুন্দর ও সু-শৃঙখলভাবে পরীক্ষা শেষ করতে পেরে আল্লাহর কাছে শুকর আদায় করেন এবং সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা এবং উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং পরবর্তী সময়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানান তারা।
প্রসঙ্গত, প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও শিক্ষার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনটি। এলাকায় আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেন অত্র সংগঠন৷ সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা। সবশেষে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |