টেকনাফের হ্নীলায় প্রেমিক জুটিকে পুলিশের হাতে তুলে দিলো প্রেমিকের স্বজনরা। তবে স্থানীয় একাংশের অভিযোগ, প্রেমিকার পরিবার অস্বচ্ছল হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে প্রেমিকের স্বজনরা। এনিয়ে এলাকায় সাধারণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
৫ আগস্ট (মঙ্গলবার) রাতে উপজেলার হ্নীলা ইউপির উলুচামরী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী এলাকার জালাল আহমদের ছেলে হামিছ (২১) ও একই ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার জান্নাত আরা (১৯) এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
গেল ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় ভাবির সঙ্গে শপিং করতে গেলে হ্নীলা স্টেশন থেকে প্রেমিক হামিছ ও তার বন্ধুরা মিলে প্রেমিকা জান্নাত আরাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ওই প্রেমিক জুটি কক্সবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষে অবস্থানের তথ্য পাওয়া যায়।খবর পেয়ে ওই দিন গভীর রাতে প্রেমিক হামিছের পরিবার তাদের দুইজনকে হ্নীলার উলুচামরী গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ওই সময় প্রেমিকা জান্নাতের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় প্রেমিক হামিছের পরিবার তাদের ওই সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। ছেলেকে ওই সম্পর্ক থেকে ছাড়িয়ে নেওয়ার যাবতীয় প্রচেষ্টায় ব্যর্থ হয়ে একপর্যায়ে ৯৯৯-এ কল দিয়ে ওই প্রেমিক জুটিকে পুলিশের হাতে তুলে দেন হামিছের পরিবার।
পরবর্তীতে পুলিশ তদন্ত সাপেক্ষে জান্নাত আরাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয় এবং প্রেমিক হামিছকে সংশ্লিষ্ট ধারায় আদালতে সোপর্দ করেন।
এদিকে এমন সিদ্ধান্তে অসন্তোষ ও অসহায়ত্ব প্রকাশ করছে প্রেমিকা জান্নাতের পরিবার।
এবিষয়ে জান্নাত আরার বড় ভাই বলেন, “আমার বোনের নিকট থেকে হামিছকে ছাড়িয়ে নিতে সুপরিকল্পিতভাবে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে হামিছের পরিবার। একদিকে আমার বোনের জীবন নষ্ট হয়ে গেছে অন্যদিকে সামাজিকভাবে আমরা হেয়প্রতিপন্নের শিকার হচ্ছি। আমি এ ঘটনার আরও সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করছি।”
জান্নাতের মা বলেন, “বিয়ের প্রলোভনে আমার মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে হামিছ। গরীব হওয়ায় আমরা সুবিচার থেকে বঞ্চিত হচ্ছি।
পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা করিম বলেন, “গরীব ঘরে জন্ম হওয়ায় মেয়েটি অবহেলার শিকার হয়েছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি হামিছের পরিবারের পক্ষাবলম্বন করে মেয়েটিকে সুবিচার পাওয়া থেকে বঞ্চিত করছে।”
এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হিমেল রায় জানান, “এ ঘটনায় ওই মেয়ে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।”
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ | 
| নাম | সময় | 
| ফজর | ৪:১৫ | 
| যোহর | ১২:১০ | 
| আছর | ৪:৫০ | 
| মাগরিব | ৬:৪৫ | 
| এশা | ৮:১৫ |