চলতি বছর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে কাল ১০ এপ্রিল। আসন্ন এ পরীক্ষায় বসছেন দেশের ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে টেকনাফ উপজেলার ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২ হাজার ৫২৩ জন শিক্ষার্থী।
টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,
এসএসসিতে ১,৯০৪ জন, দাখিলে ৭২৩ জন এবং ভোকেশনালে ৯৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
এসএসসি পরীক্ষা সামনে রেখে এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং টেকনাফ উপজেলা প্রশাসন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। সেই সাথে পরীক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে প্রবেশ করা সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |