টেকনাফ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারি কে আটক করেছে র্যাব।
সোমবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও ২ কারবারিকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুক জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর টেকনাফ সিপিসির একটি দল নাইট্যংপাড়ার কামাল হোসেনের মালিকানাধীন ৫ তলা ভবনের ৩য় তলার ভাড়াটিয়া আসাদ উল্লাহ বাসায় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে বাসার ড্রইং রুম হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার মকবুল হোসেনের পুত্র আসাদ উল্লাহ (৪৬) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোহাম্মদ বশরুর ছেলে জালাল আহমেদ (৬৫)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |