কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে হত্যা সহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছানা উল্লাহ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপের ঘোলা পাড়া ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাজারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ ফাঁড়ী পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকে ও-ই এলাকা থেকে গ্রেফতার করে।
ছানা উল্লাহ জসিম হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়াও মাদক সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এস আই মো. নূরে আলম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খোঁজছিল। তিনি চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। তাকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |