টেকনাফে স্ত্রীর সঙ্গে অভিমানে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৮ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তিন সন্তানের জনক মনিরুল ইসলাম স্ত্রী, সন্তান নিয়ে টেকনাফ পৌরসভায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ভাঙ্গর মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর স্বামী-স্ত্রী উভয়ে ঘুমিয়ে পড়েন। পরে ভোরে স্ত্রী ঘুম থেকে ওঠে ঘরের সিলিং-য়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |