টেকনাফে স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের জন্য সেক্টর ভিত্তিক পূর্বাভাসমূলক পদক্ষেপের জন্য পূর্বাভাস ব্যাখ্যা এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনডিপির সহযোগিতায় রাইমস এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ইউএনডিপির ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এসোসিয়েট রুনা জেসমিন, রাইমস এর আবহাওয়াবিদ সোয়েদা সাবরিনা সুলতানা।
এছাড়াও সিপিপি, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, এনজিও প্রতিনিধিগণ, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, এ প্রশিক্ষণটি দূর্যোগ ব্যবস্থাপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ। আশা করছি এ প্রশিক্ষণ থেকে আপনারা জ্ঞান আহরণ করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন এটা আমার বিশ্বাস।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |