টেকনাফে বেসরকারী সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ (একলাব) এর উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩১আগস্ট) দুপুর ২ টার দিকে সাবরাং ইউপির ৫নং ওয়ার্ডে একলাবের অস্থায়ী অফিসে মনিটরিং অফিসার মোহাম্মদ জুনাইদের সভাপতিত্বে ট্রেনিং অফিসার মোহাম্মদ জনির সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান, সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলাম, সাবরাং ইউপির যথাক্রমে ১, ২ ও ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহিনা রহমান বি.এ, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবা আক্তার, সাবরাং ইউনিয়ন সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি জসিম মাহমুদ, দৈনিক জনকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি আমিনুল হক বাঁধন, সাবরাং কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান,
সাবরাং ইউনিয়ন কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সমজিদা বেগম, কমিউনিটি লিডার আব্দুর রহিম, টেকনাফ উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ হাসান, শাহপরীর দ্বীপ স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম রানাসহ সাবরাং ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতীব ও একলাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় অতিথির বক্তব্যে দৈনিক জনকণ্ঠের টেকনাফ উপজেলা প্রতিনিধি আমিনুল বাঁধন বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি প্রচেষ্টাকে সাধারণের দোড়গোঁড়ায় পৌঁছিয়ে দিতে দাতা সংস্থা একলাবের ভূমিকা চোখে পড়ার মতো। তাদের কাজকে ত্বরান্বিত করতে সমাজের শিক্ষিত ও সচেতন মানুষকেও এগিয়ে আসা খুব জরুরী।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |