স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির টেকনাফ উপজেলা প্রতিনিধি, কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর সিনিয়র বার্তা সম্পাদক এবং টেকনাফ উপজেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের ফেসবুক স্ট্যাটাস পেয়ে জুয়ার আসর পণ্ড করে দিলেন সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মে) বিকেলে ‘সাংবাদিক মামুন টেকনাফ’ ফেসবুক আইডি থেকে হ্নীলায় জুয়া খেলা চলছে বলে একটি স্ট্যাটাস দেন। পাঠকদের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
‘হ্নীলা ইউনিয়নের আওতাধীন বাজারস্থ বাস কাউন্টারের পূর্ব পার্শ্বে খালি বিলের বিল পাড়া নামক স্থানে ওপেনলি জুয়া খেলা চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেল এ চিত্র। খেলায় দেখা গেল অধিকাংশ শিশু। শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদেরকে যদি ওখানে উৎসাহ দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎ কোথায়? এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান Rashed Mahamud Ali মহোদয়ের সাথে কথা হয়েছে। আশা করছি ওনি বিহীত ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান Nurul Alam, উপজেলা নির্বাহী অফিসার Kaiser Khasro, সহকারী কমিশনার ভূমি Irfanul Hoque, অফিসার ইনচার্জ Oc Teknaf, Gias Uddin, Tareque Mahamud Roni মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি’।
এ স্ট্যাটাস ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় সরাসরি স্পটে এসে ভিডিও লাইভের মাধ্যমে জুয়ার আসর ভেঙ্গে পন্ড করে দিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, যুবনেতা তারেক মাহমুদ রনি।
পরক্ষণেই জুয়া খেলা ভেঙ্গে দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি লাঠি নিয়ে জুয়া খেলা ভেঙ্গে দিয়ে জুয়াড়িদের দৌড়াচ্ছেন। একপর্যায়ে জুয়াড়িদের ফেলে যাওয়া সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। সাহসী এ কর্মকান্ডের জন্য তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে ফেসবুক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসংখ্য মানুষ।
এর আগেও তিনি অনেকবার এলাকায় বিভিন্ন সময়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জুয়াড়িদের সরঞ্জামাদি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের সহযোগিতায় জুয়াড়িদের শাস্তি নিশ্চিত করেছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে যুবনেতা তারেক মাহমুদ রনি বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক। পাশাপাশি জনস্বার্থে সরেজমিনে এসে বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরে সাহসিকতার পরিচয় দেওয়ায় আমি বিজয় টিভির টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। আশা করি তার এ বস্তুনিষ্ঠতা তিনি সবসময় চলমান রাখবেন।
তিনি আরো বলেন, আমাদের পরিবার বেঁচে থাকতে হ্নীলা ইউনিয়নে কাউকে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড করতে দিবনা। আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব ইনশা আল্লাহ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |