কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র সৈকতের পর এবার অত্র উপজেলার অন্তর্গত সাবরাং শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন একটি হ্যাচারিতে জন্ম নেওয়া ৫২১টি কাছিমের ছানা উক্ত এলাকার সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায় সোমবার দ্বীপ সংলগ্ন সাগরে উপকুলে এই ছানা গুলো অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর আওতাধীন প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন দায়িত্বরত কর্মকর্তা আবদুল কাইয়ুম।
তিনি জানান, সাবরাং ইউনিয়নের আওতাধীন শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার সমুদ্র সংলগ্ন এলাকায় অবস্থিত একটি হ্যাচারিতে চলতি বছরে ৮ হাজার ৫০০ কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৮৫ শতাংশ ডিম থেকে ডিম থেকে বাচ্চা ফুটেছে।
ইতি মধ্যে এই হ্যাচারি থেকে বেশ কয়েক দফায় চার হাজার ৫০০ কাছিমের ছানা সমুদ্রে অবমুক্ত হয়েছে।
তারেই ধারাবাহিকতায় সোমবার সকালের দিকে প্লাস্টিকের বোলভর্তী ৫২১টি ছানা সমুদ্র অবমুক্ত করতে সক্ষম হয়। এসময় উপস্থিত ছিলেন নেকমের কর্মী আলী জোহার ও মো. ফয়সালসহ সংশ্লিষ্ট অফিসের বেশ কয়েক জন সদস্য।
এ চলতি বছরে টেকনাফ উপজেলাসহ পুরো জেলায় ১২টি পয়েন্ট অবস্থিত হ্যাচারি গুলোতে জন্ম নেওয়া সর্বমোট ২৫ হাজার ৭০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে বলে জানান আব্দুল কাইয়ুম নামে এই কর্মকর্তা।
নেকমের তথ্যমতে আরো জানা যায়, কক্সবাজার জেলার অন্তর্গত সাগর উপকুলীয় ৩৪টি পয়েন্টে সামুদ্রিক কাছিম ডিম পাড়তে আসে। বিগত এক দশক আগে যার সংখ্যা ছিল ৫২টি। এতেই বোঝা যায় ‘মা’ কাছিমের ডিম পাড়ার নিরাপদ স্থান গুলো দিনের পর দিন সংকুচিত হয়ে পড়েছে।
এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে কাছিমের ছানা সংরক্ষণ করার প্রক্রিয়াটি বড় চ্যালেঞ্জ হয়ে পড়বে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |