টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার উদ্বোধন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সকল সেক্টরের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, মানবিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনগুলোর উদযাপন কেবল আমাদের জাতির মুক্তির ইতিহাসকে স্মরণ করানোর মাধ্যমে জাতীয় ঐক্য ও সচেতনতা বৃদ্ধি করবে। আমাদের প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাঁদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাতে হবে।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের নানা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |