টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনির আহমদ (৪৮) ওরফে নির আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে। ওই সময় মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনির আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিআর৭৫/২১ এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |