টেকনাফে মাটি চাপা দেয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুপুরে মাটি খুঁড়ে
যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
স্বজনের লাশের পরিচয় সনাক্ত করেছে। নিহতের নাম সৈয়দ মিয়া (২৮), তিনি হোয়াইক্যংয়ের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে খালের পাড়ে একটি মাটির গর্তে দুইটি হাত ও হাঁটু বেরিয়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটির গর্তে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে। মরদেহটি রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশটি ময়ন তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা সম্পর্কিত বিরোধের জেরে তাকে হত্যা করে রশি দিয়ে বেঁধে মাটির নিচে চাপা দেয়া হয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |