সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে ভোটার হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার সময় সন্দেহ হওয়ায় মো. আয়াছ নামে এক রোহিঙ্গা বংশোদ্ভুত যুবককে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মূলত সেন্টমার্টিন ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ছবি তোলার কার্যক্রমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আয়াছ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ ও যাচাইকালে তার মাতা জীবিত ও বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে বলে জানালেও সকল সনদে মাতাকে মৃত দেখানো হয়েছে। যার কারণে সন্দেহ হয় নির্বাচন অফিস কতৃপক্ষের। পরে তথ্য গোপন, সনদ জালিয়াতি ও রোহিঙ্গা হওয়ার অভিযোগে তাকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের হালনাগাদ টীমের টেকনিক্যাল সাপোর্ট নাঈম উদ্দিন, টীম লিডার সাঈদ মোহাম্মদ জামিল।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, দাখিলকৃত কাগজপত্র সন্দেহ হওয়ায় যাচাই-বাছাইকালে ও কক্সবাজার জেলার কোথাও ভোটার হতে না পেরে সেন্টমার্টিনে ভোটার হওয়ার চেষ্টাকালে আয়াছ নামে এই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ওই রোহিঙ্গা যুবকের নামে অলরেডি আমরা মামলা করছি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |