টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন, বিদেশি অস্ত্র ও ইয়াবা সহ সৈয়দ আহম্মদ (৪২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড একশান ব্যাটালিয়ন (র্যাব)। আটক সৈয়দ আহমদ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের এইচ ব্লক, শেড-০৬৩৫/১ এর সুলতান আহম্মদের পুত্র।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা ইউপিস্থ ওই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
তিনি বলেন, হ্নীলা ইউপিস্থ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ‘লুকোচুরি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউস’ এর সামনে মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে একদল চোরাকারবারি। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে যায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ ও সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি ম্যাগজিন, বিদেশি অস্ত্র ও ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, ধৃত আসামি অবৈধ অস্ত্রের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। জব্দকৃত ইয়াবা ও অবৈধ অস্ত্র সহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |