সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

টেকনাফে বাড়তি দামেও তেল চুরি: পেট্রোল পাম্পকে জরিমানা!

রূপান্তর ডেস্ক
আপডেট সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১০:৫৭ অপরাহ্ন

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আর এই বাড়তি দামের মধ্যেও টেকনাফে কিছু পেট্রোল পাম্প জ্বালানি তেলের মাপে কম দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে টেকনাফ পৌরসভায় অভিযান পরিচালনা করে পরিমাপে কারচুপি করার অপরাধ প্রমাণিত হওয়ায় দুই পেট্রোল পাম্পকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টেকনাফ উপজেলা প্রশাসন।
সোমবার (২২ আগস্ট) উপজেলার পৌরসভাস্থ বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকালে আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্প এবং নাফ ভিউ ফিলিং স্টেশন নামে দুটি পেট্রোল পাম্পে অকটেন পরিমাপযন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়া যায়। যেখানে প্রতি দশ লিটার অকটেনে ১ লিটার অকটেন কম পাওয়া যায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, ‘ভোক্তাদের ঠকানোর অপরাধে ওই ফিলিং স্টেশন দুটির মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অপরিস্কার থাকায় নিউ বেকারীসহ দুটি বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এইদিকে ত্রুটিযুক্ত পরিমাপযন্ত্র দুটি থেকে অকটেন বিক্রি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় পাম্পের মালিক ও কর্মচারীরা স্বেচ্ছায় দোষ স্বীকার করে জরিমানা পরিশোধ করেন ও সবার উপস্থিতিতে যন্ত্র দুটি ঠিক করার অঙ্গীকার করেন। পাশাপাশি ভবিষ্যতে তারা আর এ ধরনের কাজ করবে না বলে প্রতিজ্ঞা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫