টেকনাফে র্যাপিড একশান ব্যাটালিয়ন সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ আঙ্গুল কাটা শফিক দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত ও মাদক কারবারি। এ সময় ২০ হাজার পিস ইয়াবা এবং বিদেশী পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) ভোর রাতে নাফ ট্যুরিজম পার্কের উত্তরে ১৪ নং ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোররাতে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার ও মাদক কারবারি কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙ্গুল কাটা শফিকের মরদেহ পাওয়া যায়।
টেকনাফ থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |